নিজস্ব প্রতিবেদন: প্রাথমিক শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (High Court)। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) প্রতিক্রিয়া, 'টেটে অনিয়ম হয়েছে বলে শুনিনি।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে প্রায় ১৬ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই নোটিসের পর গরমিলের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের বক্তব্য, রাতে মেসেজ পাঠিয়ে বা ফোন করে নিয়োগপ্রক্রিয়া চলছে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর প্রকাশ করা হয়নি। অনিয়ম হয়েছে মেধাতালিকাতেও। সোমবার শুনানিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। তবে আইনবহির্ভূত কিছু হয়েছে বলে মনে করেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর কথায়,'টেটে (TET) অনিয়ম হয়েছে বলে শুনিনি। প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেছি কোর্টকে ভালো করে বোঝান। তারা মনে করলে উচ্চ আদালতেও যেতে পারে। আমরা দ্রুত নিয়োগ শেষ করতে চাই।'   


শিক্ষামন্ত্রীর সংযোজন,'নিয়োগ আটকে যাওয়া মানে যাঁরা প্যানেলভূক্ত আছেন, তাঁদের বয়স ফুরিয়ে যাবে। ফলে যোগ্যতামান হারাবেন। তা আমরা কখনই চাই না।' এ দিন নাকতলায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনের বিক্ষোভ দেখান এসএসসি চাকরিপ্রার্থীরা। 


আরও পড়ুন- 'বৌমা আমার কীর্তিমান ভাইপোর নাম বলবে না', Mamata কে খোঁচা Suvendu-র