`Mamata-র পথ নির্দেশিকায় শিল্পায়ন,` দায়িত্ব নিয়েই বললেন শিল্পমন্ত্রী Partha
পার্থ (Partha Chatterjee) ফিরে গিয়েছেন তাঁর পুরনো দফতরে।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল সরকারের তৃতীয় ইনিংস। তবে শিল্পমন্ত্রী হিসেবে দ্বিতীয় ইনিংস তাঁর। বুধবার ৭ বছর পর পুরনো দফতরে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর বক্তব্য, মমতার দেখানো পথেই এগোবে শিল্প।
বিগত সরকারে ছিলেন শিক্ষামন্ত্রী। সেই দায়িত্ব এখন ব্রাত্য বসুর কাঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ (Partha Chatterjee) ফিরে গিয়েছেন তাঁর পুরনো দফতরে। যেখান থেকে শুরু হয়েছিল তাঁর মন্ত্রিত্বের ইনিংস। শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেই পশ্চিমবঙ্গে অক্সিজেন উৎপাদনের উপরে জোর দিলেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, ''দায়িত্ব নেওয়ার আগেই অক্সিজেন উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে কথা হয়েছে। অনেকটা অগ্রসর হওয়া গিয়েছে। সিলিন্ডার তৈরির উপরে জোর দেওয়া হচ্ছে।''
মমতার দেখানো পথেই শিল্পায়ন হবে বলে দাবি করলেন পার্থ। বলেন,''যাই-ই করি না কেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে হবে। মমতাই শেষ কথা। তিনি যা বলবেন, যেভাবে পথ নির্দেশিকা দেবেন, শিল্পায়নের বার্তা দেবেন, সৈনিক হিসেবে শিল্প দফতরের টিম তাঁকে সাহায্য করবে।
এ দিন পার্থর সঙ্গে দেখা করতে আসেন ডব্লুবিআইডিসি-র চেয়ারপার্সন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। ছিলেন প্রাক্তন কমিশনার, বর্তমানে তথ্য প্রযুক্তি সচিব রাজীব কুমার।
আরও পড়ুন- আপনার অবস্থান মানতে পারছি না, Mamata-র দাবিতে 'বিস্মিত' রাজ্যপালের জবাবি পত্র