Partha Chatterjee: `কেউ ছাড়া পাবে না`, মন্তব্য পার্থর! নিশানায় কারা?
Partha Chatterjee: মূলত শারীরিক অসুস্থতার বিষয়টা সামনে এনে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এছাড়া জেরায় এখনও কিছুই উদ্ধার হয়নি বলে জানান তিনি। তাঁর আইনজীবীর আরও যুক্তি, ১৪ দিনের মধ্যে মাত্র একদিন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) রহস্যময় উক্তি। 'কেউ ছাড়া পাবে না', মন্তব্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কে বা কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। যদিও এই বিষয়ে কোনও সদুত্তর মেলেনি। তবে, নিজের মনেই কথা বলতে দেখতে পাওয়া যায় তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে। নিজের মনেই তিনি বলতে থাকেন 'কেউ ছাড়া পাবে না'। যদিও সাংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বৃহস্পতিবার আদালতে প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। এর বিরোধিতা করেন ইডির আইনজীবী।
মূলত শারীরিক অসুস্থতার বিষয়টা সামনে এনে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এছাড়া জেরায় এখনও কিছুই উদ্ধার হয়নি বলে জানান তিনি। তাঁর আইনজীবীর আরও যুক্তি, ১৪ দিনের মধ্যে মাত্র একদিন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
পাল্টা ইডির আইনজীবীর যুক্তি ছিল, পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী এবং তিনি নিজের অসুস্থতা নিয়ে মিথ্যে কথা বলছেন। তাঁর রোগ কেমন গুরুতর নয়। তাঁকে ভুবনেশ্বর এআইএমএস হাসপাতালে দেখানো হয়েছে। প্রতি ৪৮ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জেলেও তাঁকে যথেষ্ট ওষুধ দেওয়া হয়। অভিযোগ বিভিন্ন মাধ্যমে কালো টাকা সাদা করতেন পার্থ চট্টোপাধ্য়ায়। উত্তর ২৪ পরগনায় গোবাগাছিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর একটি ফার্ম হাউস এবং পিকনিক স্পটেরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা।