ওয়েব ডেস্ক : শিক্ষা বিল নিয়ে খোদ শিক্ষামন্ত্রীর বক্তব্যেই চরম বিস্ময়!  শিক্ষামন্ত্রী জানান, এই বিলে এমন কিছু আছে, যার সঙ্গে তিনি নিজেই সহমত নন। এই বিলের খসড়া তাঁর দফতর তৈরি করেনি। তাঁর দফতরের তৈরি খসড়ায় এসব কথা ছিল না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের জেরেই তোলপাড় শুরু হয়েছে সব মহলে। প্রশ্ন উঠছে, শিক্ষামন্ত্রীকে এড়িয়ে খসড়া বদল করল কে?  শিক্ষা দফতরের তৈরি করা খসড়া বদলাল কীভাবে? তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। দুদিন আগেই সরকারের তরফে নতুন শিক্ষা বিল নিয়ে আসার কথা ঘোষণা করা হয়। যেখানে বলা হয়, সরকারের যে কোনও নির্দেশ মানতে  বাধ্য থাকবে সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি।


আরও পড়ুন, শিক্ষাক্ষেত্রে চূড়ান্ত নিয়ন্ত্রণ আনার পথে এবার রাজ্য সরকার