মৌমিতা চক্রবর্তী: ৮৩ তেও নটআউট। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন পার্টির কর্মীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাড়ি ছাড়ার সময় নিজের মা কে জানিয়েছিলেন, সকলের অসুবিধার জন্যই বাড়ি ছারছেন তিনি। কারণ তাঁর জন্য তাঁর মাকে কথা শুনতে হত অন্যদের কাছে। যদিও মায়ের সন্দেহ হয় প্রেমের কারনে বাড়ি ছাড়ছেন তিনি এবং সত্যি জানার জন্য বিমান বসুর পিছনে লোক লাগান তাঁর মা। সেই সময় তিনি নিজের মাকে বলেন তিনি নতুন ঘর বাঁধার জন্য বাড়ি ছাড়েননি। ফুটবল খেলতে ভালোবাসা বিমান বসুর সেই থেকেই ঠিকানা আলিমুদ্দিনের তিনতলা। পরবর্তীকালে বিভিন্ন সময় পার্টির কাজে এবং মানুষের সাহায্যের জন্য মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসেন বলেও জানিয়েছেন তিনি। পার্টিঅন্ত প্রাণ বিমান বসুকে সকাল থেকেই শুভেচ্ছা জানিয়েছেন সকলে। একসময় তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শ্যামল চক্রবর্তীর বাড়ি থেকে এই দিনে পায়েস আসত।


বিমান বসু জানিয়েছেন "আজকে শ্যামল নেই। অন্য অনেক জায়গা থেকেই পায়েস আসে। তবে ওর বাড়ির পায়েস বরাবরই স্পেশাল ছিল আমার কাছে। একবার আমাদের কথা বন্ধ হয়েছিল। তাও আমার জন্মদিনে পায়েস আনতে ভোলেনি শ্যামল।" মিছিলে হোক অথবা দলের কোনও অনুষ্ঠান, উদ্দ্যম এবং তারুণ্যে এখনও বাকি সকলকেই হার মানান বিমান বসু।



যদিও কাকাবাবু ছাড়া সিপিএম পার্টিতে অন্য কারোরই জন্মদিন পালনের রেওয়াজ নেই। বিমান বসুর কথায়, আজকের দিনটা আর পাঁচটা দিনের মতই। ছেলেবেলায় দলের কাজের একনিষ্ঠ কর্মী হন। তারপর থেকে দলের অনুশাসনই তার কাছে শেষ কথা।


বামেদের তরুন নেত্রী দীপশিতা ধর জানিয়েছেন, "ব্যক্তির আগে অন্য সবার কথা ভাবার বিমান বসুর কাছ থেকে আমরা প্রতিদিন শিখি। আমরা যাতে ওনার আদর্শে ওনার জীবনধারায় অনুপ্রানিত হই সেই চেষ্টা আমরা করছি।" 


আরও পড়ুন: Kolkata: জেলে বসেই টাকা চেয়ে হুমকি! অভিযোগ পেতেই নড়েচড়ে বসল লালবাজার


বিমান বসুর জন্মদিনে দীপশিতা ধর তাঁর জেএনইউ-তে পড়তে পারার সব ক্রেডিট দেন বিমান বসুকেই। তিনি জানান বিমান বসুই দায়িত্ব নিয়ে তাঁর পরিবারকে বোঝান যাতে দিল্লিতে পড়তে যাওয়ার বিষয় তাঁকে অনুমতি দেওয়া হয়। 



এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, বিমান বসুর কাছে তাঁর জন্মদিন বাড়তি উচ্ছাসের বিষয় না হলেও বাকিদের কাছে নিশ্চয়, কারণ তিনি বাংলা তথা ভারতের রাজনীতিতে মহিরুহ। তিনি আরও বলেন তাঁরা যে কয়েকজন মানুষকে দেখে কমিউনিস্ট রাজনীতি করতে এসেছেন তাঁর মধ্যে সবার আগে বিমান বসু। "রাজনৈতিক সততার কোনও বিকল্প হয়না", বিমান বসুর এই বক্তব্য সবসময় মনে থাকবে বলে জানিয়েছেন তিনি।          


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)