BJP: ক্ষোভ চরমে! বিজেপির রাজ্য দফতরে এবার প্রতিবাদ সমাবেশ...
বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আসছেন কলকাতায়। `কাঠের পুতুল সাজিয়ে সুকান্ত মজুমদার রাখা যাবে না`, বললেন বিজেপি বাঁচাও মঞ্চের আহ্বায়ক আশিষ সাউ।
মৌমিতা চক্রবর্তী: বছর ঘুরলেই লোকসভা ভোট। পদ্মশিবিরে অসন্তোষ চরমে! কলকাতায় দলের রাজ্য দফতরে এবার প্রতিবাদ সমাবেশ আয়োজন করার সিদ্ধান্ত নিল 'বিজেপি বাঁচাও মঞ্চ'। কবে? আগামীকাল, বৃহস্পতিবার দুপুর দেড়টায়।
আরও পড়ুন: BJP: সল্টলেকে বিজেপির সদর দফতরে বিক্ষোভ দলের কর্মী-সমর্থকদের...
নজরে ২০২৪। লোকসভা ভোটের আগে সাংগঠনিক রদবদল ঘটেছে বঙ্গ বিজেপিতে। কাঁথি সাংগঠনিক জেলায় বাদ শুভেন্দু ঘনিষ্ঠ সুদাম পণ্ডিত! নয়া সাংগঠনিক জেলা মুর্শিদাবাদের জঙ্গিপুর।
এদিকে এই সাংগঠনিক রদবদলে ক্ষুদ্ধ বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। ক্ষোভ এতটাই যে, এদিন সল্টলেকে গেট ভেঙে দলের জেলা পার্টি অফিসে ঢোকেন পড়েন তাঁরা। চলে মারপিটও।
বিজেপি সূত্রে খবর, বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন তাপস মিত্র। মাস খানেক আগে জেলা সভাপতি হন তরুণকান্তি ঘোষ। তাঁর বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছেন জেলার বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, বারাসত সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে তরুণকাণ্ডি ঘোষকে সরাতে হবে।
'বিজেপি বাঁচাও মঞ্চ' আহ্বায়ক আশিস সাউ বলেন, 'তৃণমূলকে হারাতে গেলে সংগঠনটা চাই। সংগঠনকে তলানিতে চলে গিয়েছে। ৮০ শতাংশ বুথে বুথ সভাপতি বুথ কমিটি নেই। অমিতাভ চক্রবর্তী সবই জানেন। অমিতাভ চক্রবর্তীকে আমরা সরাবই। কাঠের পুতুল সাজিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি রাখা যাবে না'।
আরও পড়ুন: Uppar Primary: সল্টলেক থেকে কালীঘাট, পুজোর মুখে ফের বিক্ষোভ চাকরিপ্রার্থীদের....
এর আগে, মণ্ডল সভাপতি পদে রদবদলের প্রতিবাদে বিজেপি বারাসত জেলা পার্টি অফিসে বিক্ষোভে দেখিয়েছিলেন দলের কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, দলের নিয়ম না মেনেই সাংগঠনিক রদবদল করা হয়েছে। এমনকী, ২০ মণ্ডলে যাঁদের সভাপতি হয়েছেন, তাঁদের বেশিরভাগ সঙ্গেই নাকি তৃণমূলের যোগ আছে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)