নিজস্ব প্রতিবেদন : এনআরএস কাণ্ডে এবার পাল্টা অবরোধের পথে হাঁটলেন রোগীর পরিবারের আত্মীয়জনরা। আজ সকালে ফের নতুন করে উত্তেজনার পারদ চড়ল। এনআরএস-এর সামনে এজেসি বোস রোড অবরোধ করলেন রোগীর আত্মীয়রা। সকালে অফিয় টাইমে রাস্তা অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। দুর্ভোগের মুখে পড়েন অফিসযাত্রীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রোগীর পরিবারের লোকেদের বক্তব্য, জুনিয়র ডাক্তাদের আন্দোলন নিয়ে তাঁদের কোনও মন্তব্য নেই। শুধু ভিতরে ভর্তি রোগীদের কাছে পৌঁছতে চান তাঁরা। সেই রোগীরা কেমন আছেন, তা জানতে চান তাঁরা। তাঁদের অভিযোগ, "৩ দিন হয়ে গেল। ডেথ সার্টিফিকেট দেওয়ার পর্যন্ত লোক নেই।" জট সমাধানে প্রশাসন এখনও কেন হস্তক্ষেপ করছে না, প্রশ্ন তুলেছেন তাঁরা। ঘটনাস্থলে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও দাবি করেছেন বিক্ষোভকারী রোগীর আত্মীয়রা।


আরও পড়ুন, এনআরএস-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন রাজ্যের


অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায় পুলিস কর্তাদের। অবরোধ তুলে আলোচনায় আসার জন্য, কথা বলার জন্য অনুরোধ করেন তাঁরা। কিন্তু কোনও কথা শুনতে নারাজ বিক্ষোভকরারীরা। তাঁদের কথা কানেই তুলছেন না রোগীর পরিবারের আত্মীয়রা। তাঁদের অভিযোগ, রোগীদের ভিতরে হাসপাতালের ঢুকাতে পুলিস কোনও ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগের প্রেক্ষিতে অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হননি পুলিস কর্তারা।