ওয়েব ডেস্ক: '১০০ তে মোটে ৮ দেবের। সেলিম পেলেন ৮২'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূলের ফিল্মস্টার সাংসদ, স্কুল-কলেজের মার্কশিটে ফার্স্ট ক্লাস পেলেও সংসদ ভবনের উপস্থিতির তালিকায় ডাহা ফেল দীপক অধিকারী ওরফে দেব। আর যে ছাত্র ক্লাসেই উপস্থিত হয় না, সে আর কি পড়া পারবে, আর কিই বা পরীক্ষা দেবে। কলিকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় বা বিশ্বের অন্যান্য যেসব খ্যাতনামা শিক্ষাঙ্গন আছে, সেখানে অন্তত ৫৫% উপস্থিতি অতি আবশ্যক, তা নাহলেই 'ইয়ার লস'। সংসদে এসবের বালাই নেই, তাই ফেল হয়েও সংসদের স্কুলে 'গেট ওপেন' এই সাংসদের। এই 'ফেল'দের তালিকায় দেবের ওপরেও আছেন অভিনেতা সাংসদ মিঠুন চক্রবর্তী। আরও এমন কিছু জন আছেন যাঁদের হাল দেবের মতই। আছেন এমন অনেকেই যাঁদের ৫০% উপস্থিতিও নেই।  


চোখ বুলিয়ে নিন উপস্থিতির হারে- 


নাম   লোকসভা কেন্দ্র   দল   উপস্থিতির হার 


দীপক অধিকারী-ঘাটাল-তৃণমূল কংগ্রেস-৮%
শুভেন্দু অধিকারী-তমলুক-তৃণমূল কংগ্রেস-২২%
সুব্রত বক্সি-কলকাতা দক্ষিণ-তৃণমূল কংগ্রেস-২৭%
অভিষেক ব্যানার্জি-ডায়মন্ড হারবার-তৃণমূল কংগ্রেস-৪২%
শিশির অধিকারী-কাঁথি-তৃণমূল কংগ্রেস-৪৪%



এবার উল্টো ছবিটাও দেখে নিন যারা লেটার মার্কসের ওপরে-


নাম   লোকসভা কেন্দ্র   দল   উপস্থিতির হার 


অভিজিৎ মুখোপাধ্যায়-জঙ্গিপুর কংগ্রেস-৯৭%
বদরুদ্দজা খান-মুর্শিদাবাদ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-৮৯% 
সৌগত রায়-দমদম তৃণমূল-কংগ্রেস ৮৯% 
তাপস মণ্ডল-রাণাঘাট তৃণমূল-কংগ্রেস-৮৯% 
অনুপম হাজরা-বোলপুর-তৃণমূল কংগ্রেস-৮৮%
মমতাজ সঙ্ঘমিত্র-বর্ধমান দূর্গাপুর-তৃণমূল কংগ্রেস-৮৮%
এস এস আলুওয়ালিয়া-দার্জিলিং-বিজেপি-৮৮%
সুনীল কুমার মণ্ডল-বর্ধমান পূর্ব-তৃণমূল কংগ্রেস-৮৫%
অধীর রঞ্জন চৌধুরি-বহরমপুর-কংগ্রেস-৮৪%
মঃ সেলিম-রায়গঞ্জ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-৮২%