নিজস্ব প্রতিবেদন:  ভর্তিতে তোলাবাজির ঘটনায় এখন সংবাদ শিরোনামে কলকাতার জয়পুরিয়া কলেজ। নতুন ভর্তি আসা পড়ুয়াদের ভর্তি করিয়ে দেওয়ার নামে মোটা টাকার নেওয়ার অভিযোগ উঠেছে কলেজেরই প্রাক্তন ছাত্রনেতা তিতান সাহা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। কীভাবে তাঁরা ফাঁদ পাততেন ‘দাদা’রা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার হুঁশিয়ারির পরও কীভাবে চলত এই তোলাবাজি? জয়পুরিয়া কলেজের এক অভিযুক্ত ‘দাদা’র সঙ্গে ভর্তি হতে আসা এক ছাত্রীর অভিভাবকের ফোনে কথোপকথনে উঠে এল সেই তথ্য, যা শুনলে চমকে উঠবেন আপনিও। এই অডিও ক্লিপ এসেছে জি ২৪ ঘণ্টার হাতে। উল্লেখ্য, এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING