নেতাজির স্বপ্নের শক্তিশালী ভারত আজ দেখছে দুনিয়া, গর্ব করতেন উনি: PM Modi
ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: নতুন ভারত'কে দেখে গর্ব করতেন সুভাষচন্দ্র বসু। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে এমন দাবি প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। তিনি বলেন,'দুনিয়ার বিভিন্ন দেশকে টিকা পাঠাচ্ছে ভারত। এটা দেশে উনি গর্ব করতেন নেতাজি। শক্তিশালী ভারতের স্বপ্ন দেখেছিলেন। আজ এলএসি থেকে এলওসি পর্যন্ত নতুন ভারতকে দেশকে দুনিয়া। দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করলে কড়া জবাব দিচ্ছে ভারত।'
প্রধানমন্ত্রী (PM Modi) এ দিন স্বগতোক্তির ঢঙে বলতে শুরু করেন,'আমি অনেকবার ভাবি আজ দেশ যেভাবে বদলাচ্ছে, নতুন ভারত গঠিত হচ্ছে, সেটা দেশে কতটা খুশি হতেন নেতাজি! আধুনিক প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর দেখে গর্ব হত ওঁর? বিশ্বের বড় বড় কোম্পানিতে কর্মরত ভারতীয়রা। আজ রাফালের মতো আধুনিক যুদ্ধবিমান ভারতের হাতে। অত্যাধুনিক তেজস তৈরি করছে ভারত। উনি দেখতেন, ওঁর দেশের সেনা এতটা শক্তিশালী হচ্ছে। আধুনিক হাতিয়ার পাচ্ছে। এটাই তো উনি চাইতেন। কেমন লাগত তাঁর!'
কোভিড মহামারির মোকাবিলায় তাঁর সরকারের কাজকর্ম নিয়ে পিঠ চাপড়েছেন মোদী (Narendra Modi)। তাঁর কথায়,'এত বড় মহামারির বিরুদ্ধে লড়াই করেছে ভারত। ভ্যাকসিন তৈরি করেছে ওঁর ভারত। কী ভাবতেন উনি! ভারত ভ্যাকসিন দিয়ে অন্য দেশগুলিকে সাহায্য করছে। এটা দেখে উনি গর্ব করতেন। আমাদের আশীর্বাদ করছেন নেতাজি। শক্তিশালী ভারতের কল্পনা করেছিলেন নেতাজি। এলএসি থেকে এলওসি দুনিয়া দেখছে ভারতের এই অবতার। দেশের সার্বভৌমত্ব চ্যালেঞ্জ করলে জবাব দিচ্ছে ভারত।'
নরেন্দ্র মোদী এ দিন আরও বলেন,'আমাদের সবচেয়ে বড় সমস্যা দারিদ্র। আমি খুশি আজ পীড়িত, শোষিত, বঞ্চিত, কৃষক ও নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে দেশ। বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
আরও পড়ুুন- মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধিতা থাকলেও, এটা অত্যন্ত কুরুচিকর : Md. Salim