নিজস্ব প্রতিবেদন: পদ্মে যাওয়ার এক মাস পার। সভা-সমাবেশে যাঁর নামে জয়ধ্বনি দেন, সেই নরেন্দ্র মোদীর দর্শন পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'কে দেখে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সিঁড়িতে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে দেখে উচ্ছ্বসিত মোদীও। পিঠে চাপড়ালেন অনুজের। পরে চা-চক্রেও শুভেন্দুর প্রশংসা করেছেন বলে খবর।             


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁকে স্বাগত জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাহুল সিনহা, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা। তবে নজর কাড়লেন শুভেন্দুই (Suvendu Adhikari)। শিশিরপুত্রকে ডেকে শুভেন্দু বলে ডাক দিলেন মোদী। পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন বিজেপি নেতা। সস্নেহে তাঁর পিঠে হাত দিয়ে চাপড়ালেন প্রধানমন্ত্রী।


মোদী ও শুভেন্দুর এহেন সমীকরণ দেখা গিয়েছে চা-চক্রেও। ভিক্টোরিয়া মেমোরিয়ালে অতিথিদের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়েছিল। টেবিলে টেবিলে গিয়ে অভ্যাগতদের সঙ্গে আলাপ করেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, চা-চক্রে শুভেন্দুর দিকে এগিয়ে গিয়ে যান প্রধানমন্ত্রী। তখনই তিনি বলেন,'শুভেন্দুজি অচ্ছা কম কর রহে হো।'   


মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ওই সভাতেই তাঁর মুখে শোনা গিয়েছিল, 'যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ।' শুক্রবার দিঘার সভাতে শুভেন্দু বার্তা দিয়েছিলেন, 'নেতাজি জন্মজয়ন্তীতে বুথে বুথে শোনাতে হবে মোদীর ভাষণ। মোদীর বক্তৃতা থেকে দেশপ্রেম ও জাতীয়তাবোধের শিক্ষা নিতে হবে।' স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর প্রশংসায় বেশ আপ্লুত শুভেন্দু। ঘনিষ্ঠমহলে সে কথাই বলেছেন শিশিরপুত্র। 


আরও পড়ুন- 'দায়িত্ব পালন করেছি', 'জয় শ্রী রাম' বিতর্ক এড়ালেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী