'দায়িত্ব পালন করেছি', 'জয় শ্রী রাম' বিতর্ক এড়ালেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী
'পোডিয়াম ছেড়ে চলে যাওয়াটা হতাশা ছাড়া আর কিছুই নয়', বললেন কৈলাস বিজয়বর্গীয়।
নিজস্ব প্রতিবেদন: 'সবাই নিজের দায়িত্ব পালন করেছে। আমিও আমার দায়িত্ব পালন করেছি।' ভিক্টোরিয়ায় 'জয় শ্রী রাম' বিতর্কে প্রতিক্রিয়া এড়ালেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel)। বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) মতে, 'মুখ্যমন্ত্রীর সম্মানেই জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয়েছে। স্লোগানের কারণে পোডিয়াম ছেড়ে চলে যাওয়াটা হতাশা ছাড়া আর কিছুই নয়।' কিছুটা ভিন্ন অবশ্য শোনা গেল বিজেপি সাংসদ অর্জুন সিং-র (Arjun Singh) গলায়। বললেন, 'এইরকম স্লোগান দেওয়া উচিত নয়। তবে তিনি তো মুখ্যমন্ত্রী। নিজের পদমর্যাদার কথা ভেবে ভাষণ দেওয়া উচিত ছিল।'
কলকাতায় নেতাজির জন্মজয়ন্তীর (Netaji Subhas Chandra Bose Birth anniversary) পালনের অনুষ্ঠানে 'অপমানিত' মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিক্টোরিয়ায় তাঁর ভাষণের আগে 'জয় শ্রীরাম' ধ্বনি উঠল দর্শকাসন থেকে। বক্তব্য না রেখেই পোডিয়াম ছাড়লেন মুখ্যমন্ত্রী। তার আগে বলে গেলেন, "সরকারি অনুষ্ঠানের ডিগনিটি থাকা উচিত। এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমাকে আমন্ত্রণ করায় প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে আমন্ত্রণ করে, তারপর অপমান করা উচিত নয়। তাই প্রতিবাদ স্বরূপ আমি কিছু বলছি না।' মঞ্চে তখন বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। একসুর তৃণমূল, কংগ্রেস ও বামেদের।
আরও পড়ুন: বাংলার গরিমা কালিমালিপ্ত: Partha, পরিকল্পিত অপমান, একই সুর Adhir-র
এদিন ভিক্টোরিয়ার অনুষ্ঠানে প্রথমে ভাষণ দেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel)। তারপরই মুখ্যমন্ত্রীকে ভাষণ দিতে মঞ্চে আহ্বান করেন সঞ্চালক জুটি। দর্শকাসন থেকে 'জয় শ্রীরাম' ধ্বনিতে যখন মাঝপথে অনুষ্ঠানে তাল কাটল, তখন মঞ্চ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে দেখা যায় কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীকে। যদিও তাতে লাভ হয়নি বিশেষ। অনুষ্ঠান শেষে ভিক্টোরিয়া থেকে বেরনোর সময়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। কী বললেন? জয় শ্রীরাম বিতর্কে প্রতিক্রিয়া দিলেন না মোদী সরকারের সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্য়াটেল (Prahlad Singh Patel)। শুধু বললেন, 'সবাই নিজের দায়িত্ব পালন করেছে। আমিও আমার দায়িত্ব পালন করেছি।'
আরও পড়ুন: 'পায়ে লাগু মোদীজি', ভিক্টোরিয়ায় শুভেন্দুর পিঠ চাপড়ে দিলেন PM
এদিন নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভিক্টোরিয়ার বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), অর্জুন সিং-র (Arjun Singh) মতো বঙ্গ বিজেপির নেতা-সাংসদরাও। কৈলাস বিজয়বর্গীয় সোজাসাপ্টা প্রতিক্রিয়া, 'জয় শ্রীরাম স্লোগান দিলে সমস্যাটা কোথায়? মমতাজি কেন রেগে যান? সেটাই বুঝতে পারি না। আমার মনে হয়, উঠে দাঁড়ানোর পর মুখ্যমন্ত্রীর সম্মানেই স্লোগান দেওয়া হয়েছে। এই কারণে পোডিয়াম ছেড়ে চলে যাওয়াটা হতাশা ছাড়া আর কিছুই নয়।' স্লোগান দেওয়া উচিত নয় বললেও সাংসদ অর্জুন সিং-র মতে, তিনি (মমতা বন্দ্য়োপাধ্যায়) তো মুখ্যমন্ত্রী। এইধরণের ঘটনাকে পাত্তা দেওয়া উচিত নয়।'