নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই নেতাজিকে স্মরণ করতে গিয়ে মোদীর মুখে উঠে এল 'সোনার বাংলা' (Sonar Bangla)। এই সোনার বাংলা (Sonar Bangla) গড়ার ডাকই দিয়েছেন অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডারা (JP Nadda)। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মজয়ন্তীর (Netaji Jayanti) অনুষ্ঠানে নিজের বক্তৃতার একেবারে শেষভাগে প্রধানমন্ত্রী বলেন,'আত্মনির্ভর ভারত ও সোনার বাংলার প্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বসু। আত্মনির্ভর ভারতের নেতৃত্ব দিক সোনার বাংলা।'      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'সুযোগ দিলে ৫ বছরের মধ্যে সোনার বাংলা তৈরি করে দেব', বোলপুরে রোড শোয়ের শেষে বাংলাবাসীকে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  সেই সুরেই বিজেপি নেতানেত্রীদের ভোটের প্রচারেও শোনা যাচ্ছে, 'সোনার বাংলা' (Sonar Bangla)। সেই 'সোনার বাংলা'ই  এবার মোদীর গলায়। মঞ্চে বসে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি রাজনীতির কথা নেই। কিন্তু মোদীর (PM Modi) কৌশলী বার্তা,'নেতাজি সুভাষচন্দ্র বসু আত্মনির্ভর ভারতের সঙ্গে সোনার বাংলারও প্রেরণা। দেশের স্বাধীনতায় নেতাজি যে ভূমিকা নিয়েছিলেন, আজ সেই ভূমিকাই আত্মনির্ভর ভারত অভিযানে নিতে হবে বাংলাকে। আত্মনির্ভর ভারতের নেতৃত্ব দিতে হবে সোনার বাংলাকে। দেশের গৌরব আরও বাড়াক বাংলা। নেতাজির মতোই লক্ষ্যপ্রাপ্তি না হওয়া পর্যন্ত থামা উচিত নয়।'


'সোনার বাংলা' গড়ার প্রতিশ্রুতি দিয়ে একুশের ভোটে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। তার পাল্টা বিজেপিকে বাংলাবিরোধী ও বহিরাগত বলে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস। রানাঘাটের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন, 'বলছে সোনার বাংলা তৈরি করবে, এই বাংলা এখন তো বিশ্ববাংলা'। একুশের ভোটপ্রচারে রাজ্যে মোদী নিশ্চিতভাবে আসবেন। আর 'সোনার বাংলা'ই যে তাঁর প্রচারের মূলমন্ত্র হতে চলেছে তা আজ আরও স্পষ্ট হয়ে গেল। 


আরও পড়ুন- Netaji জয়ন্তীতে 'জয় শ্রী রাম'! প্রতিবাদে ভিক্টোরিয়ায় বক্তব্য রাখলেন না 'অপমানিত' Mamata