পরাক্রম দিবস হল, ২৩ জানুয়ারি 'জাতীয় ছুটি' ঘোষণা করলেন না PM Modi
আগের ঘোষণামতো কালকা মেলের নামবদল ও পরাক্রম দিবসেই আটকে থাকলেন নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: নেতাজি জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী (PM Modi)। নামটা নরেন্দ্র মোদী, তাই অনেকেই চমকের অপেক্ষায় ছিলেন। তবে সেই চমক এল না। নেতাজি (Netaji) ও আজাদ হিন্দ বাহিনীকে (Azad Hind) নিয়ে অনেক কথা বললেও 'জাতীয় ছুটি' ঘোষণা করলেন না নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুধু আগের ঘোষণামতো কালকা মেলের নামবদল ও পরাক্রম দিবসেই আটকে থাকলেন তিনি।
Zee ২৪ ঘণ্টার 'আপনার রায় WITH অঞ্জন' অনুষ্ঠানে নেতাজি গবেষক অনুজ ধর বলেছিলেন,'দেশের স্বাধীনতায় বড় ভূমিকা ছিল নেতাজির (Netaji)। অহিংসায় দেশ স্বাধীন হয়নি। ২ অক্টোবরের মতোই ২৩ জানুয়ারি জাতীয় ছুটির দিন ঘোষণা করতে হবে।' কেন্দ্রীয় সরকার দিনটিকে 'পরাক্রম দিবস' ঘোষণা করেছে বটে! এনিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দাবি করেছেন, এই দিনটিকে পরাক্রম নয়, দেশনায়ক দিবস করা হোক। আর জাতীয় ছুটির ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মোদীর (Narendra Modi) ভাষণে জাতীয় ছুটি নিয়ে কোনও কথাই শোনা গেল না।
মোদী সরকার নেতাজির জন্য কী করেছে, তার প্রশস্তি গাইলেন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন,'হাওড়া-কালকা মেলের নাম করা হয়েছে নেতাজি এক্সপ্রেস। প্রতিবছর এবার থেকে নেতাজির জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করব। পরাক্রমের প্রতিমূর্তি ও প্রেরণা নেতাজি।' তাঁর সংযোজন,'দেশ সর্বদা আপনার কৃতজ্ঞ থাকবে। ২০১৮ সালে আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর ধুমধাম করে উদযাপন করেছিল গোটা দেশ। নেতাজি সংকল্প নিয়েছিলেন ভারতের মাটিকে স্বাধীন করবেন। আন্দামানে নিজের সৈন্যদলকে নিয়ে উড়িয়েছিলেন তিরঙ্গা। অখণ্ড ভারতের প্রথম প্রধান ছিলেন আজাদ হিন্দ সরকারের নেতাজি। আন্দামানের ওই দ্বীপকে নেতাজির নামে করা হয়েছে।'
Netaji reached Andaman & unfurled the Tricolour with his own soldiers. The declaration which he'd made was the first govt of 'Akhand Bharat' He was the first head of the Azad Hind govt: Prime Minister Narendra Modi https://t.co/kdd2CBn9Bf
— ANI (@ANI) January 23, 2021,
প্রধানমন্ত্রী এ দিন বলেন, 'আমার কাছে আবেগঘন মুহূর্ত। ছোটবেলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম কানে আসতেই উৎসাহিত হয়ে উঠতাম। ১২৫ বছর আগে দাসত্বের অন্ধকারে চেতনার জন্ম হয়েছিল। দুনিয়ার শক্তিশালী শাসককে বলতে পেরেছিলেন, আমি তোমার কাছ থেকে স্বাধীনতা চাইব না। ছিনিয়ে নেব। আজকের দিনেই নেতাজি সুভাষের জন্ম হয়নি, আত্মগৌরবের জন্ম হয়েছিল।'
আরও পড়ুন- নেতাজি জয়ন্তীতে 'জয় শ্রী রাম'! প্রতিবাদে ভিক্টোরিয়ায় বক্তব্য রাখলেন না 'অপমানিত' মুখ্যমন্ত্রী