তিনকড়ি চক্রবর্তী


অপরাহ্ণে সূর্ষের আলো দেখে,
 ভেবেছিলে হবে বুঝি প্রভাত,
সে যে কেবল রেশমাত্র আলোর,
 আসবে অন্ধকার আপনি নিয়মে।
অন্ধকারে হারিয়ে যাবে সোনালি স্বপ্ন
সবুজ মনের অবুঝ ভালোবাসা।
শেষ থেকে কিছু হয় না শুরু,
শুরুতে হতে পারে শেষ।
পুণ্য প্রভাতে নৈবেদ্য হাতে পূজা,
করে ছিলাম তোমায় নিবেদন।
গ্রহণ করোনি আমার পুষ্পাঞ্জলি,
নৈবেদ্য, ফুল ধুলায় লুটায়।
সন্ধ্যা সবিতার আলো পশ্চিম আলোকিত
ভৈরবী সুর আসে না আমার মনে।