নিজস্ব প্রতিবেদন: ডাকাতির ছক বানচাল। ‘অপারেশন’এর আগেই ডাকাত দলের ৩ পাণ্ডাকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার গভীর রাতে খড়িবাড়ি এলাকা থেকে ধরা হয়  তাদের। উদ্ধার করা হয়ছে ডাকাতি করার সরঞ্জাম ও বেশ কিছু ধারালো অস্ত্র। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্যাক্সিও। শুধু ডাকাতি নয়, ট্যাক্সি করে ছিনতাইও করত  বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: মুকুল, জয়প্রকাশদের সঙ্গেই বৈঠক করতে হবে রাজ্যকে, স্পষ্ট জানাল হাইকোর্ট


সোমবার রাতে খড়িবাড়ি এলাকায় সূত্র মারফত খবর পেয়ে পুলিশ একটি ট্যাক্সিকে আটক করে।  ট্যাক্সিতেই ওই  ৩ জন ছিল। কথায় অসঙ্গতি পেয়ে পুলিস তাদের  আটক করে। ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার হয়। তাদের থানায় নিয়ে  গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।


আরও পড়ুন: আপাতত অনুমোদন নয়, বিজেপির সঙ্গে আলোচনা করে রথযাত্রার সিদ্ধান্তের ভার রাজ্যকেই


টানা জেরায় পুলিশ জানতে পারে  ধৃতরা কলকাতার কসবা এলাকার বাসিন্দা। শাসন থানা এলাকায় কোথাও ডাকাতি করার ছক ছিল তাদের। থে রাজারহাট এলাকার বেশ কয়েকজন  দুষ্কৃতীও তাদের এই দলে যুক্ত।  তারাই বিভিন্ন সময়ে বিভিন্ন খবর দেয়।  এই গ্যাঙে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।