Mio Amore: `মিও আমোরে`র নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা! পুলিসের জালে ৩
অভিযুক্তদের ধরতে কলকাতা পুলিস ও সাইবার থানার পুলিস অভিযানে নামে। কলকাতা এবং বিহারের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়।
পিয়ালি মিত্র: বিখ্য়াত বেকারি সংস্থা 'মিও আমোরে'র (Mio Amore) নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে প্রতারণার অভিযোগ। বিহার ও কলকাতার একাধিক জায়গায় তল্লাশি পুলিসের। জালে তিনজন। বাজেয়াপ্ত একাধিক মোবাইল ফোন, ব্যাঙ্কের পাসবুক এবং এটিএম কার্ড
অভিযোগ, প্রথমে 'মিও আমোরে'র (Mio Amore) নামে ভুয়ো ওয়েবসাইট খোলে প্রতারকরা। এরপর ফ্রাঞ্চাইজি দেওয়ার নামে প্রতারণা করত। বিশ্বাসযোগ্যতা বাড়াতে ভুয়ো নথি তৈরি করত। জানা গিয়েছে, অভিযুক্তদের ধরতে কলকাতা পুলিস ও সাইবার থানার পুলিস অভিযানে নামে। কলকাতা এবং বিহারের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এরপর বিহার থেকে একজনকে এবং কলকাতা থেকে দু'জনকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের নাম প্রিন্স রাজ, ধর্মেন্দ্র রাম এবং নীতীশ কুমার।
'মিও আমোরে'র (Mio Amore) তরফে সকলকে সতর্ক করা হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, "সকলকে বিশ্বস করবেন না। আর্থিক লেনদেনের আগে সমস্ত ওয়েবসাইটের সত্য যাচাই করুন।"