নিজস্ব প্রতিবেদন: ডলার ভাঙানোর নাম করে প্রতারণা। প্রতারণার ঘটনায় চার প্রতারককে গ্রেফতার করেছে নিউটাউন ইকোপার্ক থানার পুলিস। ৯০ হাজার টাকার প্রতারণার অভিযোগ উঠেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৯ জুন বনগাঁর বাসিন্দা সুবীর মন্ডল প্রতারণার শিকার হন।  অভিযোগ, চার যুবক তাঁর কাছে গিয়ে বলেন ২০ ডলার রয়েছে। লকডাউনের কারণে তাঁরা তা ভাঙাতে পারছেন না, অর্থনৈতিক সমস্যায় পড়েছেন। ডলার ভাঙিয়ে দিলে তাঁরা ৫০ শতাংশ টাকা দিয়ে দেবে বলে আশ্বাস দেন।


সেই মতো প্রথম ডিল ঠিকঠাক হয়। তাতে ওই চার যুবকের ওপর ভরসা করেন সুবীর। কয়েকদিন পর তার কাছে আবার ওই চার প্রতারক আসেন।  তারা বলে, তাদের কাছে ১৩০০ ডলার রয়েছে। এক লক্ষ টাকা দিলে সেই ১৩০০ ডলার দিয়ে দেবে। সেই মতো নিউটাউন এলাকায় একটি জায়গায় জড়ো হয় । সেখানে ৯০ হাজার টাকা নিয়ে যান সুবীর।

আরও পড়ুন: সংক্রমণ রুখতে নিউটাউনের আবাসনগুলির বাইরে এবার বসল ক্যাম্প, দেওয়া হচ্ছে আর্সেনিক অ্যালবাম থার্টি


প্রতারকের হাতে ৯০ হাজার টাকা দিলে প্রতারকরা গামছায় বাধা একটি থলে দেয়। অভিযোগ সেই থলেতে কাগজ ভর্তি ছিল।
ইকোপার্ক থানায় অভিযোগ করলে পুলিস তদন্তে নেমে হাতিয়াড়া বাস স্ট্যান্ড থেকে চার অভিযুক্তদের গ্রেফতার করে। তারা হাতিয়াড়া ,ঘূণি ,ভাটপাড়া ও নদিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।