নিজস্ব প্রতিবেদন:রবিবার বেলেঘাটার মিয়াবাগান গুলিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। সোমবার গুড্ডু শর্মা নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-তাড়াহুড়ো নয়, ভুল প্রতিষেধক এনে অধিক মানুষ মারতে চাই না, স্পষ্ট জানিয়ে দিল ভারত বায়োটেক


গুলিবিদ্ধ ব্যক্তির পরিবার সূত্রে খবর, রবিবার রাত দুটো নাগাদ পেশায় প্রমোটার সুশান্ত দাসের দরজার ধাক্কা দেয় কেউ। সুশান্ত দরজা খুলতেই তাকে গুলি করে পালায় একজন। সুশান্তের দিদি দেখতে পান রক্তে ভেসে যাচ্ছে সুশান্তের দেহ। সুশান্তকে জিজ্ঞাসা করে জানতে পারেন, গুলি করে পালিয়েছে গুড্ডু শর্মা। পরিবারের অভিযোগের ভিত্তিতে গুড্ডুকে খুঁজে বের করতে তল্লাশি শুরু করে পুলিস।


আরও পড়ুন-পোলক স্ট্রিটের বহুতলে বিধ্বংসী আগুন, ভেতরে আটকেপড়া একজনকে উদ্ধার করল দমকল


ঠিক কী কারণে গুলি তা নিয়ে এখনও ধন্দে পুলিস। ব্যবসায়িক গোলমালের দিকটি খতিয়ে দেখছে পুলিস। অন্য একটি কারণও উঠে আসছে। সেটি হল, সম্প্রতি গুড্ডুর সঙ্গে সুশান্তর পাড়ার এক বিবাহিত সিভিক পুলিসের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক নিয়ে গুড্ডুর সঙ্গে সুশান্তর কোনও গোলমাল হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে বেলেঘাটা থানা।


এদিকে, গুলিবিদ্ধ সুশান্তর অবস্থা সংকটজনক। তাকে বাইপাসের ধারে একটি হসপাতালে ভর্তি করা হয়েছে।