1/5
2/5
photos
TRENDING NOW
3/5
এলা চেন্নাই জাতীয় কেন্দ্রে শনিবার বলেছেন, "আমরা ভুল প্রতিষেধক এনে অধিক মানুষ মারতে চাই না।" সারা বিশ্বের আন্তর্জাতিক এজেন্সির নজরে রয়েছে ভারত বায়োটেক। এটা দেশের সম্মানের প্রশ্ন, তাই গবেষণায় কোনও খামতি না রেখেই ভাল গুণমানের ভ্যাকসিন নিয়ে আসার পক্ষে এলা। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে "কোভ্য়াকসিনের।"(প্রতীকী চিত্র)
4/5
যেখানে রোটাভাইরাসের প্রথম পর্বের ট্রায়ালে সময় লেগেছিল ৬ মাস সেখানে করোনাভাইরাসের প্রথম পর্বের ট্রায়ালে সময় লেগেছে মাত্র ১ মাস। ভারতের প্রতিষেধক সংস্থাগুলি কোনও অংশেই পিছিয়ে নেই। অনেকের ভারতের সংস্থা নিয়ে সংশয় ছিল যা রোটাভাইরাসের সময় ভুল প্রমাণিত হয়েছে। সারা বিশ্বের থেকে অনেক কম দামে রোটাভাইরাসের কার্যকরী প্রতিষেধক এনেছিল ভারত। এমনটাও জানিয়েছেন এলা।
5/5
photos