নিজস্ব প্রতিবেদন:  এক ব্যবসায়ীর কাছে তোলা চেয়ে হুমকির অভিযোগে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী দিলীপ বন্দ্যোপাধ্যায় ওরফে হাতকাটা দিলীপ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



অভিযোগ,  গত ১৯ অগাস্ট রাতে লেক টাউনের বাসিন্দা ওই প্রোমোটারের বাড়িতে সদলবলে চড়াও হয় হাতকাটা দিলীপ। ওই ব্যবসায়ীকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ।


কাটমানির টাকা ফেরত চাওয়ায় গৃহবধূকে ‘গণধর্ষণ’ তৃণমূল উপপ্রধান ও তার অনুগামীদের


 ওই প্রোমোটারের আরও অভিযোগ, মাস দুয়েক আগে লেকটাউন এলাকায় একটি নির্মীয়মান ফ্ল্যাটের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে এক লক্ষ টাকা নিয়েছিল দিলীপ। ওই ব্যবসায়ীর থেকে আবারও টাকা চেয়ে হুমকি দিতে থাকে হাতকাটা দিলীপ ও তার দলবল।


কিন্তু ওই ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করায় তার বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় সে। প্রোমোটারের অভিযোগের ভিত্তিতেই দিলীপকে গ্রেফতার করে পুলিস। এর আগেও দিলীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।