নিজস্ব প্রতিবেদন :  কুকুর লেলিয়ে চম্পট। ট্যাংরায় গাঁজা উদ্ধার করতে গিয়ে নাকাল হতে হল পুলিসকে। সাত ঘণ্টার লড়াই শেষে ঘুম পাড়ানি ছুড়ে কাবু করতে হল ডোবারম্যানকে। হামলায় ক্ষত বিক্ষত কনস্টেবল। পরে পাকড়াও অভিযুক্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার রাতে ট্যাংরায় তুলকালাম। ডোবারম্যান-রট ওয়েলারকে লেলিয়ে চম্পট দেয় অপরাধীরা। গাঁজা উদ্ধার করতে গিয়ে শেষে কুকুরের কামড় খেল পুলিস। দুই পোষ্যকে কাবু করতে পেরিয়ে যায় সাত ঘণ্টা। ভয়ে একসময় এলাকা ছেড়ে পালায় পুলিস।


আরও পড়ুন - জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি, এখনই কমছে না সর্বনিম্ন তাপমাত্রা


গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে, ট্যাংরার পুলিন খটিক রোডের একটি চারতলার ফ্ল্যাটে অভিযানে যান গোয়েন্দারা। পুলিস দেখেই নিজের দুই পোষ্যকে তাদের দিকে লেলিয়ে দেয় গাঁজা কারবারি জয়দেব দাস। এক পুলিসকর্মীর দুটি হাতই কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় ডোবারম্যান। ভয়ে ফ্ল্যাট ছাড়ে পুলিস।


আর সেই সুযোগে গাঁজা পুড়িয়ে এলাকা ছাড়ে জয়দেব দাস। পরে ডগ এক্সপার্টকে সঙ্গে নিয়ে ফের ফ্ল্যাটের টপ ফ্লোরে হানা দেন গোয়েন্দারা। ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে কুকুর দুটিকে কাবু করতে কালঘাম ছুটে যায় পুলিসের। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তবে শেষরক্ষা হয়নি, ধরা পড়েছে মূল অধিযুক্ত জয়দেব দাস।