জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি, এখনই কমছে না সর্বনিম্ন তাপমাত্রা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত তাপমাত্রার ওঠা নামা চলতে থাকবে। ফলে তাপমাত্রা এখনই তেমন ভাবে কমবে না।

Edited By: সুদীপ দে | Updated By: Nov 28, 2019, 09:19 AM IST
জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি, এখনই কমছে না সর্বনিম্ন তাপমাত্রা

তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামলেও জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে। কারণ, এখনও তাপমাত্রার ওঠা নামা অব্যাহত। বুধবারের তুলনায় বৃহস্পতিবার কিছুটা কমেছে। বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি। আজ সকালের তাপমাত্রা কমে হয়েছে ১৯.১ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত তাপমাত্রার ওঠা নামা চলতে থাকবে। ফলে তাপমাত্রা এখনই তেমন ভাবে কমবে না। সকালে বা সন্ধ্যার পর হালকা শীতের আমেজ থাকলেও সে ভাবে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ।

আরও পড়ুন: উদ্ধবের শপথগ্রহণে থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ শতাংশ থেকে ৯৯ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে।

.