নিজস্ব প্রতিবেদন: কোভিডবিধি ভেঙে উইকএন্ডে হুল্লোড় করার অভিযোগ। পার্কস্ট্রিটে পুলিসি ধরপাকড়। রুজু ১০০টি মামলা। একই অভিযোগে শহরজুড়ে ৮৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের। দি পার্ক হোটেলের ঘটনার পর সজাগ কলকাতা পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে পার্কস্ট্রিটের পাঁচতারা দি পার্ক হোটেলে কোভিড বিধি লঙ্ঘন করা হয়। অভিযোগ, বিধি না মেনে পার্টি করা হয়। চলে দেদার মদ্যপান। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় কলকাতা পুলিস। এই ঘটনার পর থেকে আরও সজাগ হয়ে যায় প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয় নজরদারি। বিশেষ করে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত, সরকার ঘোষিত নাইট কার্ফুর সময় নজরদারি বাড়ানো হয়। 


আরও পড়ুন: তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগে গ্রেফতার ২


আরও পড়ুন: মোদী বিরোধী মুখ মমতাই! দিলীপের কটাক্ষ, ''মুখ্যমন্ত্রী এখন প্রমোশন চাইছেন''


জানা গিয়েছে, শনিবার রাতেও এমনই নজরদারি চলছিল পার্কস্ট্রিটে। তখনই অসচেতনতার ছবিটা ধরা পড়ে। অভিযোগ, করোনা বিধি শিকেয় তুলে গাড়ি দাঁড় করিয়ে পার্কস্ট্রিটে চলছিল হুল্লোড়। এদের মধ্যে কেউ বেরিয়েছিলেন জয় রাইডে। কেউ ফিরছিলেন পার্টি করে। সরকারি নির্দেশ উপেক্ষা করার অভিযোগে ১০০টি মামলা রুজু করেছে পুলিস। একই অভিযোগে শহরজুড়ে ৮৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।