নিজস্ব প্রতিবেদন: তরুণী সহকর্মীকে কু-প্রস্তাব ও জড়িয়ে ধরার অভিযোগ। SSKM-এ শ্লীলতাহানি কাণ্ডে মূল অভিযুক্ত চিকিৎসক মনোতোষ সূত্রধরের বিরুদ্ধে চার্জশিট দিল ভবানীপুর থানার পুলিস। রেহাই পেলেন না ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিভাগীয় প্রধান আশুতোষ ঘোষও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সরকারি হাসপাতালেই মহিলা চিকিৎসককে 'শ্লীলতাহানি ও হেনস্থা'! অভিযোগকারিনী ক্রিটিক্য়াল SSKM-র কেয়ার ইউনিটে কর্মরত। কাদের বিরুদ্ধে অভিযোগ? ওই বিভাগের চিকিৎসক মনোতোষ সূত্রধর ও বিভাগীয় প্রধান আশুতোষ ঘোষ। ওই মহিলা চিকিৎসকের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূর, উল্টে বিভাগীয় প্রধান আশুতোষ ঘোষ তাঁর সঙ্গেই দুর্ব্যবহার করেন। শেষপর্যন্ত পুলিসের দ্বারস্থ হন ওই তরুণী চিকিৎসক। অভিযোগ দায়ের করেন ভবানীপুর থানায়। প্রাথমিক তদন্তের পর অবশেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। 


আরও পড়ুন: Covishield: শনিবারও কলকাতায় বন্ধ টিকা; বাংলায় করোনা বাড়ানোর চক্রান্ত, তোপ Firhad-র


কী বলা হয়েছে চার্জশিটে? জানা গিয়েছে, চার্জশিটে একাধিক মেসেজের কথা উল্লেখ করেছেন তদন্তকারীরা। বলা হয়েছে, অভিযুক্ত আশুতোষ সূত্রধর 'যৌন লালসাপূর্ণ' মেসেজ পাঠাতেন অভিযোগকারিনীকে। নিজের চেম্বারেই ডেকে কু-প্রস্তাব বা জড়িয়ে ধরাই শুধু নয়, স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে যাওয়ার জন্যও চাপ দিতেন। অভিযুক্তকে মদত দিতেন খোদ SSKM-র ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান আশুতোষ ঘোষ। তদন্তে নেমে বেশ কয়েকটি ভয়েস মেসেজ হাতে আসে পুলিসের। অভিযোগকারিনীর দাবি, ওই ভয়েস ম্যাসেজগুলি অভিযুক্ত দুই চিকিৎসকের। সত্যি কি তাই? চার্জশিটে উল্লেখ, নিজেদের ভয়েস স্যাম্পেল দিতে অস্বীকার করেন মনোতোষ সূত্রধর ও আশুতোষ ঘোষ। তবে, হাসপাতালে অন্য কয়েকজন তাঁদের গলার স্বর চিহ্নিত করেন।


আরও পড়ুন: Kolkata Airport: বিমানের কার্গো হোল্ডারে সাপ, তীব্র আতঙ্ক


এদিকে SSKM-এ শ্লীলতাহানিকাণ্ডে কড়া পদক্ষেপ করেছে স্বাস্থ্যভবন। ইতিমধ্যেই বদলি করে দেওয়া হয়েছে ২ অভিযুক্ত চিকিৎসককে। পশ আইন (প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস) মেনে ১০ সদস্যের অভ্যন্তরীণ কমিটি তৈরি গঠন করে এসএসকেএম। ১৪ জুন চূড়ান্ত রিপোর্ট জমা দেয় ওই কমিটি। তাতে বলা হয়, ওই মহিলা চিকিৎসকের অভিযোগের সারবত্তা রয়েছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)