ওয়েব ডেস্ক: ট্যাক্সির মধ্যে থেকে চালকের মৃতদেহ উদ্ধার করল পুলিস। বরানগর নেতাজি কলোনি এলাকার ঘটনা। অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়েছিল ট্যাক্সিটি। তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কাছে গিয়ে তাঁরা দেখেন, চালক মাথা নিচু করে স্টিয়ারিংয়ের ওপর শুয়ে। পুলিস এসে দেহ উদ্ধার করে। প্রাথমিক অনুমান, সেরিব্রাল অ্যাটাক হয়ে ট্যাক্সিচালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বিশ্বনাথ মুখার্জি। বাড়ি বরানগরের ডাক্তারবাগান এলাকায়।


অন্যদিকে, ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। পুরী-শিয়ালদাগামী পুরী দুরন্ত এক্সপ্রেসে চুরির অভিযোগ। গতকাল রাতে S2 ও S4 কামরার AC কাজ করছিল না। তাই দরজা খুলে রাখা হয়েছিল। অভিযোগ,  কয়েকজন যাত্রীর সামগ্রী চুরি হয়ে যায় খড়্গপুর স্টেশনে। যাত্রীদের দাবি, চুরি গিয়েছে তাঁদের মোবাইল, মনিব্যাগ এবং ২৫ হাজার টাকাও। সন্দেহ করা হচ্ছে, রাতে খড়্গপুর স্টেশনে ট্রেন দাঁড়াতেই চুরির ঘটনা ঘটে। টাকাও। সন্দেহ করা হচ্ছে, রাতে খড়্গপুর স্টেশনে ট্রেন দাঁড়াতেই চুরির ঘটনা ঘটে। কয়েকজন যাত্রীর দাবি, খড়্গপুর স্টেশন থেকে তাঁরা সন্দেহজনক তিন যুবককে ট্রেনের মধ্যে উঠতে দেখেন। তাঁদের অভিযোগ, সন্ধের পর থেকেই ট্রেনে কোনও RPF ছিল না। নিরাপত্তা ছিল ঢিলেঢালা। শিয়ালদহ পৌছনোর পর যাত্রীরা GRP-তে অভিযোগ দায়ের করেছে।


দুরন্ত এক্সপ্রেসে চুরির অভিযোগ, ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা


বাসন্তীর সোনাখালি গ্রামে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন