নিজস্ব প্রতিবেদন- জেপি নাড্ডার দু-দিনের রাজ্যসফর। তাতেই দফায় দফায় বিক্ষোভ। এমনকী তাঁর কনভয়ে হামলারও অভিযোগ উঠেছে। এই হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নাড্ডার নিরাপত্তায় গাফিলতি ছিল বলে অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রদফতরকে চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই চিঠিই নবান্নে পাঠিয়ে কার্যত কৈফিয়ত চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর এবার ডায়মন্ড হারবারে জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়র কনভয়ে হামলার রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দিল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  'কেমন আছেন?', Mukul-কে ফোন Amit Shah-এর


পুলিসের তরফে সেই রিপোর্টে বলা হয়েছে, নাড্ডার কনভয়ের জন্য জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। একটি বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হয়েছিল। এমনকি দেওয়া হয়েছিল পাইলট কার। সিআরপিএফ-এর এসকর্ট কার। পিএসও (সিআরপিএফ), চারজন অতিরিক্ত পুলিস সুপার, আটজন ইস্পেক্টর, ৩০ জন অফিসার, ৪র RAF, ১৪৫ কনস্টেবল, ৩৫০ সিভিক পুলিস (যাত্রাপথ ও গন্তব্য)। মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। শিরাকোলে উত্তেজনা ছড়ানোর চক্রান্তের অভিযোগে অভিযোগ দায়ের হয়েছে রাকেশ সিংয়ের নামে। ভাঙচুরের দুটি মামলা দায়ের হয়েছে। দুটি মামলায় সাতজন গ্রেফতার। পুলিস জানিয়েছে, শিরাকোলে ওই ১০-১৫ মিনিটের উত্তেজনার পর ডায়মন্ড হারবারে আর কোথাও কিছু হয়নি।