ওয়েব ডেস্ক : পুলিসে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি। এবার ১৫ অগাস্ট পুলিস পদক পাচ্ছেন বেশ কয়েকজন আইপিএস অফিসার। এই তালিকায় যাঁদের নাম রয়েছে তারা হলেন, আইজি সাউথ বেঙ্গল অজয় রানাডে, জয়েন্ট সিপি ক্রাইম বিশাল গর্গ, ডিজি ফায়ার সঞ্জয় মুখার্জি, ওএসডি-সিএমও শঙ্খশুভ্র চক্রবর্তী।


এছাড়া ডিআইজি পিআর সুব্রত মিত্র, মুর্শিদাবাদের এসপি মুকেশ কুমার, দার্জিলিংয়ের এসপি অমিত জাভালগিকেও সম্মানিত করা হবে। এর বাইরে রয়েছেন ডিসি-এসবি সিকিউরিটি দীপনারায়ণ গোস্বামী, ডিসি কলকাতা পুলিস ভার্গিস, কালীঘাট থানার ওসি শান্তনু সিনহা বিশ্বাস। স্বাধীনতা দিবসে তাঁদের হাতে পদক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।