নিজস্ব প্রতিবেদন: অমিত শাহর রোড শো-তে হোর্ডিং সরানোকে কেন্দ্র করে ধর্মতলায় উত্তেজনা। সরকারি জায়গা থেকে হোর্ডিং সরিয়ে দেয় পুলিস। তা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



প্রসঙ্গত, মঙ্গলবার অমিত শাহর রোড শো ঘিরে জটিলতা। শহিদ মিনার থেকে রোড শো শুরু করার অনুমতি দেয়নি পুলিস। ধর্মতলা রোড থেকে রোড শো শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।রোড শো শেষ হওয়ার স্থান নিয়েও রয়েছে বিধিনিষেধ। সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করার কর্মসূচি ছিল বিজেপির। কিন্তু কলকাতা পুলিস তাতে অনুমতি দেয়নি। রোড শো শেষ করতে হবে বিবেকানন্দ ক্রসিংয়েই। 


তৃণমূলের হাতে 'আক্রান্ত' বিজেপিনেতা অরবিন্দ মেনন, গাড়ি ভাঙচুর , ধুন্ধুমার বারাসতে


কিন্তু কেন অনুমতি দিল না কলকাতা পুলিস?


তারকা প্রচারের ক্ষেত্রে ২৪ ঘণ্টা আগে পুলিসের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে বিজেপি নেতৃত্ব সেনাবাহিনীর কাছে অনুমতি চান। সেনা অনুমতি দেওয়ার পর তাঁরা আর পুলিসের কাছে অনুমতি চাননি। যতক্ষণে তাঁরা পুলিসের কাছে রোড শো-র জন্য অনুমতি চেয়েছেন, ততক্ষণে ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। তাই নিয়ম অনুযায়ী অনুমতি দিতে পারেনি পুলিস। এক্ষেত্রে বিজেপি নেতৃত্বের গাফিলতিরই অভিযোগ তুলছে একপক্ষ। বিজেপির সর্বভারতীয় সভাপতির রোড শো হওয়া সত্ত্বেও কেন তত্পরতা দেখালেন না স্থানীয় বিজেপি নেতৃত্ব, তা নিয়ে প্রশ্ন উঠছে।