নিজস্ব প্রতিবেদন: গতবার কর্মীদের উদ্দেশে তর্পণের আয়োজন করেছিল বিজেপি। এবারও একই কর্মসূচি নিয়েছে তারা। গেরুয়া শিবিরের বক্তব্য, তৃণমূলের হাতে নিহত কর্মীদের স্মরণ করতেই তর্পণের আয়োজন। বাগবাজার ঘাটে সেই মতো মঞ্চ বাঁধার কাজও চলছিল। মঙ্গলবার পুলিস এসে জানায়, মঞ্চের অনুমতি নেই। খুলে ফেলা হয় মঞ্চ। তবে রাজ্য বিজেপির দাবি, এতে তর্পণ কর্মসূচিতে কোনও সমস্যা হবে না।            


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় রাজনৈতিক হিংসায় নিহত কর্মীদের জন্য তর্পণের কর্মসূচি নিয়েছে বিজেপি। বাগবাজার ঘাটে রীতিমতো মঞ্চও বাঁধা হয়েছিল। কিন্তু অনুমতি না থাকায় ওই মঞ্চ খুলে দিল কলকাতা পুলিস। বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ পুলিসের। টালবাহানা করে অনুমতিই দেওয়া হয়নি। বিজেপি কর্মীদের জানিয়ে দেওয়া হয়, অবিলম্বে খুলে দিতে বাঁশের কাঠামো। এরপরই ঘটনাস্থলে পৌঁছন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়।  


পুলিসের কী অনুমতি নেওয়া হয়েছিল? তাঁর দাবি, মেইল মারফৎ অনুমতি চেয়েছিল বিজেপি। আজ ওরা বলছে অনুমতি নেই। এরপরই মঞ্চ খুলে দেয় পুলিস। তবে বিজেপির দাবি, মঞ্চ খুলে দেওয়া হলেও তর্পণ হবেই। 


আপও পড়ুন- ভুয়ো খবরের জন্য শ্রমিকদের দুর্দশা, TMC MP-র প্রশ্নে দায় ঝাড়ল কেন্দ্র