Debanshu Bhattacharya: তৃণমূলে নবীন-প্রবীণ সংঘাত! দেবাংশুর পোস্ট ঘিয়ে জোর জল্পনা, পাল্টা কুণালের
Debanshu Bhattacharya: দেবাংশুর ওই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলের প্রশ্ন, নবীনদের কি অবজ্ঞা করা হচ্ছে দলে? সেই বিষয় টিকেই সামনে নিয়ে আসতে চেষ্টা করেছেন দেবাংশু?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূলে নবীন-প্রবীণ সংঘাতের ইঙ্গিত! সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্যের একটি পোস্ট ঘিরে বাড়ল জল্পনা। দেবাংশু বলছেন, ছোট ভেবে অবহেলা করবেন না। ছোটরা অনেক দায়িত্ব বহন করছে। পিঁপড়েরাই আরশোলা বহন করে নিয়ে যায়।
আরও পড়ুন-অভিষেকের নামে টাকা আদায়? তৃণমূল থেকে বহিষ্কারের পর গ্রেফতার তরুণ তিওয়ারি!
তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের ওই পোস্ট ঘিয়ে স্বভাবতই গুঞ্জন শুরু হয়েছে। কেন এমন পোস্ট? গতকালই আর্থিক অনিয়মের দায়ে তৃণমূল শিক্ষা সেলের ২ নেতাকে বহিস্কার করেছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ওই দুই নেতা দল বিরোধী কাজ করেছেন। অথচ বহিস্কৃত দুই নেতার দাবি, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই তাদের উপরে শাস্তির খাঁড়া নেমে এসেছে।
ঘটনাটি ঠিক কী? তখন তৃণমূলের যুব সংগঠনের সভাপতি পদে ছিলেন তরুণ। তাঁর বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করেছেন বড়বাজারের এক ব্যবসায়ী। কবে? গতকাল, বৃহস্পতিবার। অভিযোগ, পুরনো একটি সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য অভিষেক বন্দ্য়োপাধ্যায় ও তৃণমূলের নাম করে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন তরুণ।
এদিকে, এরকম এক পরিস্থিতিতে দলের আরও এক নেতা দেবাংশু ভট্টাচার্যের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেখানে তিনি বলছেন, ছোট ভেবে অবহেলা করবেন না। ছোট পিঁপড়েরাই কিন্তু বড় আরশোলাকে বয়ে নিয়ে যায়।
দেবাংশুর ওই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলের প্রশ্ন, নবীনদের কি অবজ্ঞা করা হচ্ছে দলে? সেই বিষয় টিকেই সামনে নিয়ে আসতে চেষ্টা করেছেন দেবাংশু? এনিয়েই তৈরি হচ্ছে জল্পনা।
অন্যদিকে, দেবাংশুর ওই মন্তব্য়ের পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, আরশোলা আবার হাওয়াই চটিকে ভয় পায়। ওটাও ছন্দ করে লিখে দিল পারত। পিঁপড়ে আরশোলাকে টানে। আবার আরশোলা হাোয়াই চটিকে ভয় পায়। আমার মনে হয় ও ভালো লেখে, ভালো ছন্দ করে। নিশ্চিতভাবে ছোট হলেও পিঁপড়ে খুবই শক্তিশালী। লাল পিঁপড়ে কামড়ালে যথেষ্ট লাগে। পিঁপড়েরা আরশোলা বয়ে নিয়ে যায় ঠিকই। তবে এটাও ঠিক আরশোলার ওষুধ বেগন স্প্রের থেকে হাওয়াই চটি বেশি কার্যকরী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)