BJP-তে আরও চড়া বিদ্রোহের সুর, এবার কৈলাসের বিরুদ্ধে পড়ল ‘Go Back’ পোস্টার
বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিজেপি নেতৃত্ব।
নিজস্ব প্রতিবেদন: এবার কৈলাস বিজয়বর্গীয়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। কোথাও রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের ছবি দিয়ে নিচে লেখা ‘গো ব্যাক’। কোথাও লেখা ‘টিএমসি সেটিং মাস্টার’। পোস্টার পোস্টারে ছয়লাপ রাজ্য বিজেপি দফতর থেকে হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনের রাস্তা। কলকাতা বিমানবন্দরের কাছের রাস্তাতেও পড়েছে পোস্টার।
কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এমনকি বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিজেপির রাজ্য নেতৃত্বও। তবে রাজনৈতিক মহলের জোর গুঞ্জন, বিধানসভা ভোটে আশানুরূপ ফল না হওয়ায়, কৈলাস বিজয়বর্গীয়ের বিরুদ্ধে দলের একাংশের মধ্যে যে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল, এটা তারই বহিঃপ্রকাশ হতে পারে।
আরও পড়ুন: সেবক-রংপো নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস, মৃত ২ শ্রমিক, গুরুতর আহত আরও ৫
আরও পড়ুন: ঘূর্ণাবর্তের অবস্থান রাজ্যে! ভারী থেকে অতিভারী সম্ভাবনা বেশ কিছু জেলায়
একুশের মহাযুদ্ধে প্রত্যাশা মতো ফল না হওয়ায় রাজ্য বিজেপিতে ক্রমশ বাড়ছে বেসুরোদের সংখ্যা। দলের অনেক পুরনো নেতা-কর্মীই শীর্ষ নেতৃত্বের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলছেন। সূত্রের খবর, অনেকেই দায়ী করছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে। তাঁদের অভিযোগ, তৃণমূল ও অন্য দল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। দলের পুরনো নেতাদের অগ্রাহ্য করেছেন তিনি। যোগ্য সম্মান দেননি। বিজেপি সূত্রে খবর, দলের পর্যলোচনা বৈঠকও এই নিয়ে উত্তাল হয়। এদিনের পোস্টার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল।