ওয়েব ডেস্ক: মদন মিত্রের মুক্তির দাবিতে ফের পোস্টার। এবার হাইকোর্ট চত্বরে। কিন্তু কে বা কারা এই পোস্টার দিল? তার উত্তর মিলছে না। দলের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই কি এই পোস্টার?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রথম নয়। এর আগেও এমন পোস্টার দেখেছে এই শহর। শুরুটা হয়েছিল কামারহাটিতে। তারপর  শ্যামবাজার, বাগবাজার, কলেজস্কোয়ারে। আর এবার
হাইকের্টের সামনে, টাউন হল, বিধানসভার পিছন গেট ও ব্যাঙ্কশাল কোর্টে দেখা মিলল নয় নয় করেও গোটা কুড়ি পোস্টারের।


পোস্টারে কোথাও লেখা "বাংলার মানুষ মদন মিত্রের উন্নয়ন পরিষেবা থেকে বঞ্চিত হল। নিঃশর্ত মুক্তি চাই।


কোনওটিতে লেখা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার মদন মিত্র। নিঃশর্ত মুক্তি চাই।


কোথাও আবার লেখা জননেতা মদন মিত্রের মুক্তির কামনায় বাংলার মানুষ।


কিন্তু কে দিল এই পোস্টার? উত্তর নেই কারও কাছেই।


মদন মিত্রের গ্রেফতারের পর আট মাস কেটে গেছে। এখনও ছাড়া পাননি মন্ত্রী । জামিন শুনানিতে তাঁকে বারবার প্রভাবশালী বলে মন্তব্য করা হয়েছে। কপিল সিব্বলের মতো দুঁদে আইনজীবীর চেষ্টাও সফল হয়নি। তাই হাইকোর্ট চত্বরে এমন পোস্টারে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন এই পোস্টার শুধুমাত্র আদালতের বিরুদ্ধেই প্রতিবাদ জানানো নয়, দলের বিরুদ্ধেও প্রতিবাদ। যদিও ঘনিষ্ঠ মহলে তাঁর আইনজীবীদের মত, এই ঘটনায় মন্ত্রীর মুক্তির দাবি জোরালো হওয়ার চাইতে তাঁর প্রভাবশালী হওয়ার যুক্তিই আরও মজবুত  হল ।