অব্যবস্থাকে দুষে জুনিয়র চিকিৎসকদের সমর্থনে সরব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
`আমি চাই সুস্থ স্বাস্থ্য পরিষেবা তাড়াতাড়ি ফিরে আসুক। হিংসা নয় আমার কলকাতা শান্তির শহর। সবাই মিলে আমরা মানুষের পাশে দাঁড়াই আর রক্ষা করি তাঁদের প্রাণ।`
নিজস্ব প্রতিবেদন: জুনিয়র চিকিৎসকদের সমর্থনে একাধিক মহল সরব হয়েছে ইতিমধ্যেই। বাদ যায়নি বিনোদন জগৎও, ৫ দিনে একাধিক মিছিলের সাক্ষী থেকেছে রাজপথ। বুদ্ধিজীবী থেকে শুরু করে সকলেই পাশে দাঁড়িয়েছেন। এবার চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সম্প্রতি তিনি নিজের টুইটার হ্যান্ডেলে আন্দোলনের সমর্থনে একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, "রোগীদের প্রাণ বাঁচানো যেংন ডাক্তারদের কর্তব্য ঠিক তেমনই আমাদের সকলের কর্তব্য এই অব্যবস্থার বিরুদ্ধে তাদের সকলের পাশে দাঁড়ানো। আমি চাই সুস্থ স্বাস্থ্য পরিষেবা তাড়াতাড়ি ফিরে আসুক। হিংসা নয় আমার কলকাতা শান্তির শহর। সবাই মিলে আমরা মানুষের পাশে দাঁড়াই আর রক্ষা করি তাঁদের প্রাণ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সুরেই বহিরাগত তত্বে শিলমোহর দিলেন IMA-এর সভাপতি শান্তনু সেন
গত মঙ্গলবার রোগীমৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিবার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে ধুন্ধুমার বাঁধে। আহত হন ইন্টার্ন পরিবহ মুখোপাধ্যায়। এরপরই তোলপাড় হয়ে যায় রাজ্য তথা গোটা দেশের চিকিৎসা ব্যবস্থা। আন্দোলনের সুর চড়া হতে থাকে প্রতিদিন। মুখ্যমন্ত্রীর ডাকেও সাড়া দেননি আন্দোলনকারীরা। তাঁরা তাঁদের দাবিতে অনড়। এখন শেষ পরিনাম কী হয় তার দিকেই তাকিয়ে গোটা রাজ্য।