নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে শহরের জাদুঘরে চুরি। আমহার্স্ট স্ট্রিটের রাজা রামমোহন রায় মিউজিয়াম থেকে খোয়া গেল মূল্যবান, দুষ্প্রাপ্য সব সামগ্রী। একজনকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা সতর্কতায় বিধিনিষেধের কড়া, কার্যত লকডাউন চলছে রাজ্যে। বেলা গড়ালেই রাস্তাঘাট শুনশান,  বন্ধ কলকাতা-সহ রাজ্যের সমস্ত জাদুঘর। জানা গিয়েছে,  আমহার্স্ট স্ট্রিটের রাজা রামমোহন রায় মিউজিয়ামে আবার নেই কোনও নিরাপত্তারক্ষীও!


আরও পড়ুন: ফের শহরে ATM জালিয়াতি, অদ্ভুত মেশিন ব্যবহার করে লুঠ হচ্ছে লাখ লাখ টাকা


পুলিস সূত্রে খবর, গত ১৩ মে রাতের দিকে মিউজিয়ামের পিছনের দিকে পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়ে চোর। এরপর মিউজিয়ামের প্রবেশদ্বারটি খুলে ফেলে সে। শেষপর্যন্ত বেশ কিছু দুষ্প্রাপ্য সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মিউজিয়াম লাগোয়া কলেজের এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, 'ঝড়ের পরের দিন দেখি উপরের দিকে দরজার খোলা। ওখানে কোনও নিরাপত্তারক্ষী থাকে না'। খবর দেওয়ার আমহার্স্ট স্ট্রিট থানায়।


আরও পড়ুন: 'চারটে খুন করেছি'! গোবরডাঙা থেকে গ্রেফতার বিহারের Gangster


রাজা রামমোহন রায় মিউজিয়ামে ঢুকে কে চুরি করল? তদন্তে নেমে স্থানীয় বেনিয়োটোলা বাজারে লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। জানা যায়, সম্প্রতি সঞ্জয় জয়সওয়াল নামে ব্যক্তি দুর্মূল্য বেশ কিছু সামগ্রী কিনেছে। গ্রেফতার করা হয়েছে তাকে। সে যেসব সামগ্রী কিনেছে, সেগুলি উদ্ধার করেছে পুলিস। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চোরেদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)