নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিকে চাপে রাখার রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে দেশের ২২ অবিজেপি নেতাকে চিঠি দিলেন তৃণমূল নেত্রী।


আগামী ১৫ জুন ওইসব বিরোধী নেতাদের দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক বৈঠকে আমন্ত্রণ জানালেন তিনি। ওই চিঠিতে বিরোধী নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।


তৃণমূল সূত্রে খবর, দিল্লির ওই বৈঠকে যোগ দিতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্য়ালিন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।


উল্লেখ্য, তৃণমূলরে তরফে ওই চিঠি গিয়েছে সোনিয়া গান্ধীর কাছেও। তবে কংগ্রেস মমতার ওই ডাকে সাড়া দেবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দেশের ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছাড়াও আরও যেসব নেতার কাছে মমতা চিঠি গিয়েছে তাদের মধ্য়ে রয়েছেন লালুপ্রসাদ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব, শরদ পাওয়ার, এইচডি দেবগৌড়া, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, সুখবীর সিং বাদল।


আরও পড়ুন-"আপনার পাপের ফলে ভুগতে হচ্ছে জনগণকে", মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ শুভেন্দুর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)