ওয়েব ডেস্ক : এবার ২১-এ বাড়ল দিদির ছবির দামও। গত বছর ২১ জুলাই যে ছবি বিক্রি হয়েছিল পঞ্চাশ থেকে একশো টাকায়। এবার সেই ছবির দাম বেড়ে হয়েছে একশো থেকে তিনশো টাকা। গোটা ধর্মতলা চত্বর থেকে শিয়ালদা স্টেশন। সর্বত্রই দেখা গেলস একই ছবি।


এর পিছনে অন্যতম কারণ যে বিধানসভা নির্বাচনে বিপুল জয়, তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূল বিধায়ক সুজিত বসু বললেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের প্রতিটি কর্মী কাজ করছেন। উত্তরবঙ্গ থেকে অন্যান্যবারের থেকে অনেক বেশি মানুষ এসেছেন।" অরূপ বিশ্বাস বললেন " শহিদ দিবসে দলনেত্রীর বার্তার দিকেই তাকিয়ে তৃণমূলের প্রতিটি কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় যা বার্তা দেবেন, একজন অনুগত সৈনিক হিসাবে তাই তাঁরা মেনে চলবেন।"