বরুণ সেনগুপ্ত: রাত পোহালেই প্রাইমারি টেট। পরীক্ষায় বসছেন রাজ্যের ৬ লাখ ৯০ হাজার ৯৩৪ পরীক্ষার্থী। ফলে ওইসব পরীক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা লোকজনবের জন্য পরিবহন ব্যবস্থা সচল করে রাখাই বড়  চ্যালেঞ্জ। এনিয়ে বিস্তারিত জানিয়েছে পূর্ব রেল ও রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পূর্ব রেলের তরফে জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী হাওড়া ডিভিশনে রোজকার মতোই ট্রেন চলবে। অন্যদিকে, শিয়ালদহ ডিভিশনে চলবে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গোপনাঙ্গে যত্নে রেখেছেন মেসিকে! ভবিষ্যতের 'গভীর' পরিকল্পনায় বিভোর লাস্যময়ী মডেল


পূর্বরেল সূত্রে আরও জানা গিয়েছে শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেনের মধ্যে ৫ জোড়া ট্রেন চলবে শিয়ালদহ ও ব্যারাকপুরের মধ্যে। একজোড়া ট্রেন চলবে শিয়ালদহ ও নৈহাটির মধ্যে। একজোড়া ট্রেন চলবে শিয়ালদহ ও বজবজের মধ্যে। এছাড়াও একজোড়া শিয়ালদহ ডানকুনি, একজোড়া শিয়ালদহ-মধ্যমগ্রাম, একজোড়া শিয়ালদহ-বারাসাত ও একজোড়া শিয়ালদহ-দত্তপুকুরের মধ্যে চলাচল করবে। মালদহ ও আসানসোল ডিভিশনেও প্রতিদিনকার মতো ট্রেন চলবে।


মেট্রোরেলেও অতিরিক্ত ৮টি ট্রেন চালাবে। ট্রেন চলবে ১০ মিনিট অন্তর। শহরতলীর বিভিন্ন স্টেশনে আলাদাভাবে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আরপিএফ ও জিআরপি মোতায়েন থাকবে প্রত্যেকটি স্টেশনে।


অন্যদিকে, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জি ২৪ ঘণ্টার আপনার রায় অনুষ্ঠানে বলেন, আগামিকাল প্রায় ১০ লাখ মানুষ যাতায়াত করবেন। এর জন্য রাজ্য়ের সবকটি পরিবহন সংস্থা মিলিয়ে রাস্তায় থাকবে প্রায় ১৮০০ বাস। এর পাশাপাশি প্রায় ৩৬ হাজার বেসরকারি বাস কাল রাস্তায় থাকবে। রবিবার এমনিতেই ছুটির দিন। টেটের কথা মাথায় রেখে আগামিকাল পরিবহন দফতরের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)