সন্ধে ৭টা: সাংবাদিক বৈঠক করছে ছাত্রছাত্রীরা।  বিশাখা গাইড লাইনের বিষয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করা হয়েছে। উপাচার্য, সহ উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে অনড় ছাত্ররা। রাজ্যপালকে সবটা গুরুত্ব সহকারে শুনেছেন। তিনি গোটা বিষয়টা তদন্ত করে দেখবেন বলে ছাত্রদের জানিয়েছন রাজ্যপাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৬টা ৪১: মেয়ো রোড থেকে অবস্থান তুলে নিল প্রতিবাদী ছাত্ররা। রাজ্যপালের ব্যবস্থা নেওয়ার আশ্বাসে উঠল অবস্থান। সোমবার পর্যন্ত সময় চেয়েছেন রাজ্যপাল। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাঠে ফের জমায়েত হবে। উপাচার্যের পদত্যাগের দাবি থেকে পিছু হঠছে না ছাত্ররা।


৬টা ৪০:  রাজ্যপালের সঙ্গে দেখা করে মেয়ো রোডে ফিরল প্রতিনিধি দল। তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করছে।


সন্ধে ৬টা ৩০:  কটল না  অচলাবস্থা। উপাচার্য ইস্তফা না দিলা আমরা ক্লাস করব না রাজ্যপালকে জানিয়েদিল ছাত্ররা।


বিকেল ৫টা ২৫: বিকেল ৫টা থেকে রাজ্যপালের সঙ্গে বৈঠক করছেন ছাত্ররা। রাস্তায় চলছে বিক্ষোভ।  অবিলম্বে উপাচার্যকে পদত্যাগ করতে হবে।


বিকেল ৪টে ৪২: উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছাত্র-ছাত্রীদের।


বিকেল ৪টে ৩০:   রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে গেলেন ৮ জন ছাত্রের প্রতিনিধি দল।


বিকেল ৪টে: অবস্থানে অনড় ছাত্ররা। মিছিল আটকে দিয়েছে পুলিস।


৩টে ৫৫: মেয়ো রোডে অবস্থানে বসেছে ছাত্রছাত্রীরা।


৩টে ৫০:  মেয়ো রোডে আটকে দেওয়া হয়েছে। সেখান থেকে ৫ জনের প্রতিনিধি দল দেখা করবেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের সঙ্গে।


৩টে ৪৫: গান্ধী মূর্তির সামনে  মিছিল আটকে দিল পুলিস. মেয়ো রোডের সামনে বিশাল পুলিস ব্যারিকেড। চার স্তরের পুলিসি ব্যারিকেড। ৩০০০   পুলিস মোতায়েন।



বেলা ৩টে ১০:  মেট্রো চ্যানেলে মিছিলে আটকে দেওয়া হতে পারে।


বেলা ৩টে: মিছিল এল টাটা বিল্ডিং পর্যন্ত।


২টো ৩৫: কলকাতায় আজ মহামিছিল। বৃষ্টি অপেক্ষা করে মিছিল রাজপথে।


দুপুর ২টো ৩০:   মিছিল এগিয়ে যাচ্ছে রাজভবন পর্যন্ত।


দুপুর ২টো ০৩: নন্দনের সামনে মহামিছিলের প্রস্তুতি


দুপুর ২টো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা অব্যাহত। ক্লাস বয়কটের সিদ্ধান্তেই অনড় রয়েছেন ছাত্রছাত্রীরা। উপাচার্যের অপসারনের দাবিতে চলছে আন্দোলন। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ সকালে গোলপার্ক থেকে মিছিল করেন শহরের বেশকয়েকটি কলেজের পড়ুয়ারা।