CPM বয়স যোগ্যতার মাপকাঠি নয়, আশি পেরিয়েও পদে থাকার দাবি সিপিএমে!
সিপিএমে বয়স-বির্তক।
মৌমিতা চক্রবর্তী: সিপিএমে বয়স-বির্তক। 'বয়স যোগ্যতার মাপকাঠি হতে পারে না', নিয়ম বদলের দাবি উঠল দলের রাজ্য কমিটির বৈঠকের দ্বিতীয় দিনে।
পক্ককেশ নেতারা নন, ভরসা তরুণ ব্রিগেড। অনেক ভাবনাচিন্তার পর সদস্যদের বয়সের উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে সিপিএম পলিটবুরো। এতদিন ছিল ৮০। এখন কমে ৭৫। বাংলায় সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী সিদ্ধান্ত, ৭২ বছরের বেশি বয়সী কাউকে রাজ্য কমিটিতে রাখা হবে না। সঙ্গে আগের মতোই ষাটোর্ধ্ব কোনও নেতা নতুন করে কমিটির সদস্য না করার সিদ্ধান্ত বলবৎ রয়েছে। বয়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জেলা, এরিয়া, এমনকী জোনাল কমিটিতেও। আর তাতেই এবার আপত্তি উঠল দলের অন্দরে।
কলকাতায় চলছে সিপিএমের রাজ্য সম্মেলন। এদিন দলে বয়সের কোটা নিয়ে সরব হন অধিকাংশ জেলার প্রতিনিধিদের। বিমান বসুর উদাহরণ টেনে তাঁরা বলেন, 'বয়স যোগ্যতার মাপকাঠি হতে পারে না'। অভিযোগ করেন, স্রেফ বয়সে ফর্মুলার জন্য কমিটি থেকে বাদ পড়েছেন অনেকে নেতা-নেত্রীরা। পক্ষপাতিত্ব করা হয়েছে। এর আগে, সকালে দলের অন্দরে যে গণতন্ত্র অভাব রয়েছে, খোলামোলা আলোচনার সুযোগ, তা মেনে নেন সিপিএম নেতৃত্ব। সূ্ত্রের খবর তেমনই।