ওয়েব ডেস্ক : ATM-এর বাইরে ভোর থেকে সারি সারি জলের বোতল, ইট-পাথরের টুকরো, ডাবের খোলা এমনকি প্লাসিক পর্যন্ত পড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

না, নোংরা করে বিক্ষোভের ব্যাপারস্যাপার নয়। এ হল, লাইন রাখার স্ট্র্যাটেজি। ডালহৌসি চত্বরে স্টেট ব্যাঙ্কের একটি এটিএমের সামনে ধরা পড়ল এমনই অভিনব ছবি।


আরও পড়ুন, আগামী কয়েকদিন কেমন থাকবে ATM পরিষেবা, জেনে নিন...


আজ থেকে আরও সংকট বাড়ার আশঙ্কা ATM-এ!


সরকারি ব্যাঙ্কের পাশাপাশি কথা রাখতে পারল না বেসরকারি ব্যাঙ্কগুলিও


আজ চালু হয়নি সব ATM, ব্যাঙ্কের হাতে পৌঁছয়নি ৫০০ টাকার নতুন নোট