নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি। সাংবাদিক বৈঠকে একথা জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি বলেন, "সরকারের নতুন নিয়ম ACR করবেন এখন থেকে মুখ্যমন্ত্রী। এর বিরুদ্ধে আমরা আদালতে যাচ্ছি। এতদিন জেলাশাসক, পুলিশ সুপারদেরটা করতেন তিনি । এখন বিডিও, এসডিও-রটাও করবেন। এটা মেনে নেওয়া যায় না। কোনও দিন এটা হয়নি । মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তি । তিনি কী করে সরকারি অফিসারদের ACR করবেন? তাহলে তো সব সরকারি কর্মী মুখ্যমন্ত্রীর দলদাস হয়ে যাবে ভয়ে।" প্রশ্ন তুলেছেন রাহুল সিনহা। আর একারণেই তাঁরা  মামলা করবেন বলে জানিয়েছেন। 


একইসঙ্গে এদিন ফের আমফানের ত্রাণ নিয়ে তোপ দাগেন রাহুল সিনহা। বলেন, "আপনি বলেছিলেন যারা ত্রাণ পেয়েছেন, তাঁদের নামের তালিকা প্রকাশ করবেন। কেন প্রকাশ করছেন না সেই তালিকা? কারা কারা ত্রাণের টাকা পেয়েছেন, তাঁদের নাম ওয়েবসাইটে প্রকাশ করুন। প্রচুর গাছ কাটা হয়েছে। ভালো ভালো মূল্যবান গাছ কেটে ফেলেছে। সেই গাছ বিক্রি করে কত টাকা পেয়েছে, তার তালিকাও প্রকাশ করুন।" রাহুল সিনহা দাবি করেন, "যে পরিমাণ গাছ কাটা হয়েছে, তা বিক্রি করে পাওয়া টাকার পরিমাণ ৬০০ কোটি টাকা। সেই টাকার হিসেব দিন।"


আরও পড়ুন, বিজেপিতে সৌরভ? জন্মদিনে অমিত ঘনিষ্ঠ নেতার টুইট ঘিরে জল্পনা