বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ, PAC-র চেয়ারম্যান হচ্ছেন কৃষ্ণ কল্যাণী!
শারীরিক অসুস্থতার কারণে PAC-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়।
প্রবীর চক্রবর্তী: PAC-র চেয়ারম্যান হতে চলেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্য়াণী। আর কয়েকদিন মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করবেন বিধানসভার অধ্য়ক্ষ। সূ্ত্রের খবর তেমনই।
একুশের বিধান ভোটে বিজেপি টিকিটে জিতেছিলেন। কিন্তু ভোটের ফল প্রকাশের ফের তৃণমূলের ফেরেন মুকুল রায়। শুধু তাই নয়, কৃষ্ণনগর উত্তর বিধায়ককে PAC-র চেয়ারম্যান পদেও মনোনীত করেন বিধানসভার অধ্যক্ষ। স্রেফ বিধানসভার সমস্ত কমিটি গণইস্তফা দেওয়া নয়, পিএএসি বিতর্কে হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এমনকী, মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও।
আরও পড়ুন: Online Admission: কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া স্থগিত শিক্ষা দফতরের
নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন বিধানসভার স্পিকার। এমনকী, বিধানসভায় ১২ শুনানির পর মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিও নাকচ করে দেন তিনি। জানান, 'যে ধরনের প্রমাণ প্রত্যাশা করা হয়েছিল, তা পেশ করতে পারেননি আবেদনকারী। মুকুল রায় বিজেপিতেই আছেন'। গতকাল, সোমবার শারীরিক অসুস্থতার কারণে PAC-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল।
তাহলে PAC-র চেয়ারম্যান কে হবেন? সূ্ত্রের খবর, বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তাঁকে PAC-র চেয়ারম্যান দায়িত্ব নিতে বলেছেন। কয়েক দিন মধ্যে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। একুশের ভোটে রায়গঞ্জ থেকে বিজেপি টিকিটেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে যোগ দেন তৃণমূলে।