নিজস্ব প্রতিবেদন:  আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, হতে পারে কালবৈশাখীও ৷ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দুই জেলায়। কার্যত মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিউরোসায়েন্সের ২ শীর্ষ কর্তার করোনা সংক্রমণের আশঙ্কা, চূড়ান্ত সতর্কতা হাসপাতাল চত্বরে
শনিবার কলকাতায় মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা বেশ কিছুটা নেমে গিয়েছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা  ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তিন ডিগ্রি কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ।
শনিবার উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গে ৪০  থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা
দক্ষিণবঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে।
বিক্ষিপ্তভাবে কোথাও শিলা বৃষ্টি হতে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা  রয়েছে সঙ্গে বিক্ষিপ্তভাবে  ভারী বৃষ্টির পূর্বাভাস


বুধ কিংবা বৃহস্পতিবার নাগাদ আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।