রাজ্যজুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে জেনে নিন
রবিবার নাগাদ তা সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করতে পারে। তার জেরেই রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা।
নিজস্ব প্রতিবেদন: রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে বাড়বে বৃষ্টি।
বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি হারিয়েছে। মৌসুমী অক্ষরেখা এখন অবস্থান করছে ওড়িশার ওপর। রবিবার নাগাদ তা সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করতে পারে। তার জেরেই রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা।
ফের শহরে আবাসনে নিঃসঙ্গ বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
আগামী দুদিন আংশিক মেঘলা থাকবে আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টির ঘাটতি ৫০% থেকে কমে ৪২% ৷