ওয়েব ডেস্ক : পূর্বাভাস ছিলই। সেই পূর্বাভাসই সত্যি হল। সপ্তমীর দুপুরে অসুর হয়ে দেখা দিল বৃষ্টি। সপ্তমীর আনন্দে কিছুটা হলেও বাধ সাধল বৃষ্টি। কলকাতা-সহ রাজ্যের নানা জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে উত্সবের দুপুরে বিভিন্ন এলাকায় জল জমে যায়। বৃষ্টির সঙ্গেই চলে ঝড়ও। বনগাঁয় বারোয়ারি পুজোর গেট ভেঙে ৪ জন আহত হন। জামুরিয়ায় বাজ পড়ে মারা যান এক বৃদ্ধ। আসানসোল, রানিগঞ্জ, মেমারি, কালনা, বালুরঘাটে ভাল বৃষ্টি হয়েছে। আগামীকাল অষ্টমীতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আরও পড়ুন, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের থেকে 'পিছিয়ে পড়ল' ভারত