Rajabazar: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু রাজাবাজারে! দুঃখজনক, বললেন মেয়র
বৃষ্টির সময়ে ওখানে খেলছিল কিশোরটি এবং তখনই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরিদেবপুরের মতো ঘটনা এবার রাজাবাজারেও। ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু শহরে!
পুলিস সূত্রে খবর,মৃতের নাম মোহাম্মদ ফাইজান (১৩)। জানা গিয়েছে, রাজাবাজার এলাকারই বাসিন্দা সে। বৃষ্টির সময়ে ওই জায়গা দিয়ে যাচ্ছিল এবং তখনই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির সময় খেলছিল মোহাম্মদ ফাইজান। সেই সময়ে হঠাৎ করে বাতিস্তম্ভে হাত দিয়ে ফেলে সে। আর তার পরেই মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনাটি ঘটে সন্ধে ৬: ১৫ মিনিট নাগাদ। সিইএসসি'র তরফে সমস্ত স্ট্রিট লাইটের বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ঘটনার কথা শুনে বলেন, 'ঘটনার কথা সবেমাত্র শুনলাম। খোঁজ নিয়ে দেখছি। এমন ঘটনা হলে তা দুঃখজনক।'
মেয়র ফিরহাদ হাকিম বলেন, '(ঘটনার বিষয়ে কিছু এখনও) জানি না, আমি খোঁজ নিচ্ছি। খুব দুঃখের ঘটনা।'
ঘটনাস্থলে এসে পৌঁছন স্থানীয় কাউন্সিলর। তিনি বলেন, জলে কোনও ভাবে বিদ্যুৎসংযোগ হয়ে গিয়েছিল। তবে ঠিক কী ঘটেছিল, তা জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।