নিজস্ব প্রতিবেদন: রাজীব কুমারকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তথ্য প্রযুক্তি দফতরের প্রধান সচিব পদে বসানো হল কলকাতার প্রাক্তন নগরপালকে। এর আগে তিনি ADG-CID পদে ছিলেন। এই প্রথম তথ্য-প্রযুক্তি দফতরে কোন আইপিএস অফিসারকে সচিব করা হল। এর আগে শুধুমাত্র স্বরাষ্ট্র দপ্তর এবং কারা দপ্তরে আই পি এস অফিসারদের সচিব করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নবান্ন সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজীব কুমারের অভিজ্ঞতা এবং দক্ষতা কাজে লাগাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব কুমার বর্তমানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ৩৭ দিনের ছুটিতে তিনি বিদেশে রয়েছেন। মার্কিন মুলুক থেকে ফিরে তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব নেবেন।