Dilip-র বৈঠকে রাজীব-মুকুলের গরহাজিরায় জল্পনা, ব্যাখ্যা দিলেন BJP-র রাজ্য সভাপতি
ভোটের ফল বেরোনোর পর থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) খোঁজ নেই। কারওর ফোন ধরছেন না বলে বিজেপি সূত্রে খবর।
নিজস্ব প্রতিবেদন: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বৈঠকে থাকলেন না মুকুল রায় (Mukul Roy) ও রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। মঙ্গলবারের বৈঠকে রাজীবের গরহাজিরা নিয়ে স্বাভাবিকভাবে ছড়িয়েছে জল্পনা। তবে স্ত্রী অসুস্থ থাকায় মুকুল বৈঠকে থাকেননি বলে খবর তাঁর ঘনিষ্ঠ সূত্রের। দিল্লি যাওয়ায় বৈঠকে অংশ নেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ভোটের ফল বেরোনোর পর থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) খোঁজ নেই। কারওর ফোন ধরছেন না বলে বিজেপি সূত্রে খবর। মঙ্গলবার রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই বৈঠকেও এলেন না রাজীব। স্বাভাবিকভাবে তাঁর গরহাজিরা নিয়ে শুরু হয়েছে জল্পনা। দিলীপ ঘোষ জানান,''রাজীব রাজ্য বিজেপির পদাধিকারী নন। উনি আমন্ত্রিত সদস্য। ব্যক্তিগত সমস্যার জন্য আসতে পারেননি।''
মুকুলের স্ত্রী কৃষ্ণা রায় কোভিড আক্রান্ত। রয়েছেন ভেন্টিলেশনে। সে কারণে তিনি আসেননি বৈঠকে। তবে মুকুলকে নিয়ে জল্পনা অন্য কারণে। এবারের ভোটে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক হয়েছেন মুকুল রায় (Mukul Roy)। রাজ্যজুড়ে তাঁকে কাজে না লাগিয়ে একটা কেন্দ্রে বেঁধে দেওয়া নিয়ে ক্ষোভ রয়েছে তাঁর ঘনিষ্ঠদের। যদিও মুকুল রায়কে এসব নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। গত সপ্তাহে বিজেপি নেতৃত্বের আগেই মুকুল-জায়াকে দেখতে হাসপাতালে চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন রাতেই হাজির হন বিজেপির রাজ্য সভাপতি (Dilip Ghosh)। সেনিয়ে আবার বিতণ্ডাও হয় মুকুল-দিলীপের। ফলে তাঁর অনুপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবে জল্পনা তৈরি হয়েছে। দিলীপ ঘোষ বলেন, ''মুকুল রায়ের পারিবারিক সমস্যা। তাঁর স্ত্রী অসুস্থ। তাই আসতে পারেননি।'' তবে তাঁর সঙ্গে কারও কথা হয়নি বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, ''যা যা খবর পেয়েছি বললাম।''
আরও পড়ুন- 'বাংলার জন্য আর্শীবাদ চেয়েছি', দিল্লিতে Amit Shah-র সঙ্গে বৈঠক Suvendu-র