নিজস্ব প্রতিবেদন: দু'দিনের সফরে কলকাতায় পৌঁছলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বাসু, রাজ্যপাল জগদীপ ধনখড়। শহরে একাধিক  কর্মসূচি রয়েছে তাঁর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিমানবন্দর থেকে ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানেই মধ্যাহ্নভোজ সেরে সন্ধে ৬.১৫ নাগাদ বেলুড় মঠ যাবেন রাষ্ট্রপতি। কাল মঙ্গলবার বনহুগলির ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকমোটর ডিজেবিলিটিসের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মঙ্গলবার বনহুগলির এই অনুষ্ঠান শেষে ফিরে যাবেন। 


আরও পড়ুন: সেই রাতে একটুও ঘুমাতে পারিনি, ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্মরণ করলেন মোদী


রাষ্ট্রপতি হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার কলকাতা সফরে এলেন রামনাথ কোবিন্দ। এর আগে ২০১৭-র নভেম্বরে প্রথম কলকাতা সফরে আসেন তিনি।